Saturday, February 11, 2012

মোবাইলের ডাউনলোড ম্যানেজার না দেখলে ফুল মিস

মোবাইলের ডাউনলোড ম্যানেজার না দেখলে ফুল মিস
মহান আল্লাহর নামে শুরু করছি
আমার প্রথম পোষ্টে আপনাদের সারা পেয়ে দ্বিতীয় পোষ্টটি লিখলাম আশা করি ভাল লাগবে।

আমার দ্বিতীয় পোষ্টটিও আপনাদের প্রিয় মোবাইল সম্পর্কিত, তাই দেরি না করে ঝটপট দেখে ফেলুন ।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আমরা বেশির ভাগ ইন্টারনেট প্রেমী লোকই এটা আমাদের কম্পিউটারে ব্যবহার করে থাকি, একটু ভাবুন তো এটা যদি আমরা মোবাইলে ব্যবহার করতে পারতাম তাহলে আপনার মোবাইলকে কম্পিউটারই মনে হত তাই না ?
তাই আজ আমি আপনাদের Symbian S60v2 ফোনের একটি ডাউনলোড ম্যানেজার শেয়ার করব প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

এবার সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করব জেনে নেওয়া যাক ।
১।  প্রথমে সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করুন ।
২।  চিত্রে প্রদর্শিত আইকনওলা এপ্লিকেশনটি ওপেন করুন ।
৩।  এরপর Options গিয়ে New Download এ যান, এরপর …w/o offset সিলেক্ট করুন এবার আপনার ডাউনলোড লিঙ্কটি এখানে পেষ্ট করুন, ভাবছেন কপিই বা কিভাবে করবেন পেষ্টই বা কিভাবে করবেন, চিন্তা নেই শিখিয়ে দিচ্ছি প্রথমে Opera Mini 6.5 ওপেন করুন যে কোন ডাউনলোড এডড্রেসে যান।  যেমন চিত্রে দেখুন
৪।  ডাউনলোডএ ক্লিক করার পর নিচের চিত্রের মত খুব তারাতারি মেনুতে চাপ দেন
৫। এরপর ১ চাপুন  নিচের  চিত্রের মত দেখতে পাবেন
৬। কপি  সিলেক্ট করুন এবার ওই  ডাউনলোড ম্যানেজার ওপেন করুন  URL এ Edit বাটন নিচে চিহ্নিত বাটন চাপুন
 
 ৭। নিচের মত দেখতে পাবেন Paste সিলেক্ট করুন
৮। নিচের চিত্রের মত লিঙ্কের প্রথমে  http:// এই লেখা টুকু লিখুন
এবার ok চেপে আবার ডানের ok চাপুন দেখুন ডাউনলোড  শুরু হয়ে গেছে ।
এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন দিন ।
ওহ কমেন্ট করতে ভুলবেন না ।

No comments:

Post a Comment