Saturday, February 11, 2012

৫০টি বাংলা ইউনিকোড ভিত্তিক ফন্ট, আপনাদেরই জন্য।

আসসালামু আলাইকুম ওয়া  রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ব্যস্ততার কারনে অনেকদিন যাবত নিয়মিত লেখা হচ্ছেনা। কি শেয়ার করা যায় আপনাদের সাথে?-  ভাবতে ভাবতেই মাথায় খেলে গেলো আমার সংগ্রহে থাকা ৫০টির মত বাংলা ইউনিকোড ভিত্তিক ফন্ট নিয়ে লেখার চিন্তা। দেরি করলাম না, ফন্টগুলোর ইন্সটলার বানিয়ে ফেললাম কাল রাতেই, আপনাদের সুবিধার্থে।
তবে ডাউনলোডের আগে চলুন দেখে নেই এক পলক কী কী ফন্ট দিতে যাচ্ছি আজ।

সাধারন লেখার জন্য OmriconLab এর ওয়েবসাইট থেকে সংগৃহীত ৩০ টি ইউনিকোড + ২ টি আনসি ভিত্তিক বাংলা ফন্ট, যেগুলোর মধ্যে আছেঃ
AdorshoLipi_20-07-2007.ttf
akaashnormal.ttf
Alipi_no.ttf
AponaLohit.ttf
Azad_27-02-2006.ttf
Bangla.ttf
Bensen.ttf
BenSenHandwriting.ttf
Durga_03-09-2005.ttf
Godhuli_03-09-2005.ttf
kalpurush.ttf
kalpurush ANSI.ttf
LikhanNormal.ttf
Lohit_14-04-2007.ttf
Mitra.ttf
Mohua_07-09-05.ttf
Mukti_1.99_PR.ttf
muktinarrow.ttf
Nikosh.ttf
NikoshBAN.ttf
NikoshGrameen.ttf
NikoshLight.ttf
Puja-17-06-2006.ttf
Punarbhaba_27-02-2006.ttf
Rupali_01-02-2007.ttf
sagarnormal.ttf
Saraswatii_03-09-2005.ttf
Sharifa_03-09-2005.ttf
Siyam Rupali ANSI.ttf
Siyamrupali_1_01.ttf
SolaimanLipi_20-04-07.ttf
Sumit_03-09-2005.ttf

ছবিতে ডিজাইন করার জন্য রয়েছে ১৮টি ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট। এখানে একটা কথা না বললে খারাপই লাগবে, এই ১৮টি ফন্ট কোন এক বাংলা ফোরাম ঘুরতে গিয়ে চোখে পরেছে, ফন্ট গুলোর একজন প্রস্তুতকারক যথেষ্ট শ্রম ব্যয় করে ফন্ট গুলো তৈরি করেছেন। তাঁর নাম স্মরণ করতে পারছিনা এই মুহূর্তে, তিনি এই লেখাটি পড়ে থাকলে তাঁকে আমার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করছি।

16 December-Regular-Aug-2009.ttf
Amar Bangla Bold_05-Jan-2012.ttf
Amar Bangla_2009.ttf
Amar Desh_2011.ttf
Bangla Kolom-08-Sep-2008.ttf
Bangla Kolom Bold-11-2008.ttf
Boss Bold 10-Nov-2011.ttf
Boss Regular 10-Nov-2011.ttf
Buriganga Regular.ttf
Eid Mubarak.ttf
Ekushey Bangla Bold-2012.ttf
Ekushey Bangla_2012.ttf
Ekushey Sumon 02-01-2012.ttf
Ghorautra Regular.ttf
Lal Sabuj-05-08-2010.ttf
Lal Sabuj Normal 07-Apr-2010.ttf
Lal Salu-16-Nov-2011_Bold.ttf
Lal Salu-16-Nov-2011_Regular.ttf

আর দেরি করার দরকার নেই। ডাউনলোড করে ফেলুন ফন্টগুলো নিচের দুটো লিঙ্ক থেকে।

সাধারন লেখার জন্য
ফাইলের নামঃ Unicode Compliant Free Bangla Fonts by OmriconLab.exe (২.৭ মেগাবাইট)

লিঙ্কঃ http://www.mediafire.com/?q9lou3imqk459yl

ছবিতে ডিজাইনের জন্য
ফাইলের নামঃ Bangla Unicode fonts.exe (১.৪ মেগাবাইট)

লিঙ্কঃ http://www.mediafire.com/?e753k5e78pp2a1j

কী করবেন ডাউনলোড করে? শুধু ডাবল ক্লিক করুন, আর কিছুই করতে হবেনা আপনাকে। ফন্টগুলো তাদের নির্দিষ্ট জায়গা খুঁজে নিতে সক্ষম! আপনার কাজ এখানেই শেষ।

আর তারপরও, আপনি যদি ফন্টগুলোকে খোলা অবস্থায় পেতে চান, কিংবা নিজে কপি করে Control Panel এর Fonts  ফোল্ডারে পেস্ট করতে চান, তাহলে ফাইলগুলোকে 7-Zip/WinRAR দিয়ে Extract করলেই পেয়ে যাবেন, ‘.exe’ ফরম্যাটে আছে বলে চিন্তার কোন কারন নেই।

7-Zip V. 9.20: http://www.mediafire.com/?c5z0ue1oss2uv

WinRAR V. 4.10: http://www.mediafire.com/?e41jvxsu7b1yv

2 comments:

  1. ছবিতে ডিজাইনের জন্য
    ফাইলের নামঃ Bangla Unicode fonts.exe (১.৪ মেগাবাইট)
    পাচ্ছিনা। কীভাবে পাবো?

    ReplyDelete
    Replies
    1. http://tarequehasan.blogspot.com/2015/01/blog-post_7.html

      Delete