Tuesday, January 3, 2012

বিপ শব্দ ছাড়া আপডেটেড কলরেকর্ডার! মোবাইল ব্যবহার কারীরা না দেখলে অনেক কিছু মিস


সবার কুশলাদি নিয়ে আমি একটি নতুন পোষ্ট শুরু করলাম। আমাদের অত্যন্ত হেলপফুল একটি ফেসবুক গ্রুপ ‘পিসি হেলপলাইন’ এ একটি সমস্যার কথা প্রায়ই পোষ্ট হয়। আর তা হল নকিয়ার নতুন S60 3rd এবং S60 5th edition  সেটে যেকোন কলরেকর্ডার ইন্সটল করলে তাতে কল কনভারসেশন রেকর্ড করার সময় ব্যাকগ্রাউন্ডে কিছুক্ষন পর পরই বিপ(Beep) শব্দ হয়। যা কিনা খুবই বিরক্তিকর এবং যে কেউ বুঝতে পারে যে কথা রেকর্ডিং হচ্ছে। কিন্তু আমি পিসিহেলপলাইনবিডির কোন পাঠককে এই বিরক্তি উপভোগ করতে দেবো না।

তাহলে চলুন জেনে নেই কিভাবে এই বিপ শব্দ দুর করবেন।










প্রথমে এইখানে একটা ক্লিক করে লেটেস্ট স্পেশাল হ্যাকড কলরেকর্ডারটি ডাউনলোড করুন। সাইজ মাত্র ১৬৫ কিলোবাইট। লিংকটি বরাবরের মতই মিডিয়াফায়ারের।
কলরেকর্ডারটির নাম boldbeast callrecorder. ডাউনলোড হয়ে গেলে আপনার সেটে ইন্সটল করুন। ইন্সটলে কোন ঝামেলা হলে মোবাইল সফটওয়্যারের বর্ণমালা            দেখুন।
কাজতো শেষ। কোন সেটিংস চেন্জও করা দরকার নেই। কোথাও কথা বলে দেখুন অটো রেকর্ডিং শুরু হবে বিপ শব্দ ছাড়া।
ভাই সকল আপনাদের মূল্যবান জানাতে ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ সবাইকে

No comments:

Post a Comment